Shawon’s Musings
সোজাসাপ্টা শব্দবার্তা
দেরিতে বিয়ের পরিবার-অবান্ধব প্রবণতা
0:00
-8:15

দেরিতে বিয়ের পরিবার-অবান্ধব প্রবণতা

সঠিক বয়সে বিয়েই পারে পরিবারকে পরিবার-বান্ধব করে তুলতে

একসময় বাল্যবিবাহের বহুল প্রচলন বাঙালি সমাজে দেখা গেলেও বেশ দেরিতে বিয়ে করাই যেন আজকালকার দিনের চল। বয়স পেরিয়ে যাওয়ার পর বিয়েতে বসার সমস্যা অনেক। দাম্পত্য সম্পর্ক, সন্তান প্রতিপালন, আর্থিক সক্ষমতা সব জায়গাতেই এর প্রভাব পড়ে। এই প্রসঙ্গেই আলোচনা করেছি আজকের এই শব্দবার্তায়। সেই সাথে চেষ্টা করেছি এই সমস্যার সমাধান বাতলে দেওয়ারও।

সময় থাকলে শোনার আমন্ত্রণ রইল। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য বা মতামত থেকে থাকলে নিচের কমেন্ট সেকশনে তা জানান।

Discussion about this podcast

Shawon’s Musings
সোজাসাপ্টা শব্দবার্তা
সমাজ, সংসার ও সমসাময়িক বিষয়াবলী নিয়ে আলাপচারিতা